বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সিঁড়ি সাজাতে পারেন বাহারি গাছ দিয়ে

লাইফস্টাইল ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৪, ০৯:০৬
ছবি-সংগৃহীত

পড়ার টেবিল, ঘরের কোণ, বসার ঘরে সাজিয়েছেন রকমারি গাছে। তবে শুধু ঘর-বারান্দা নয়, সিঁড়িও সেজে উঠতে পারে সবুজ। শুধু তার জন্য সঠিক গাছ, টব বাছাই করতে হবে। জেনে নিন কী ভাবে সাজানো যাবে সিঁড়ি?

একতলা থেকে দোতলা ওঠার সিঁড়ি হোক বা খোলা ছাদের উপর সিঁড়ি, সবটাই সাজিয়ে তোলা যায় সবুজে।

গাছ

সিঁড়িতে কতটা আলো-হাওয়া আসে তার দেখে গাছ বাছাই করতে হবে। প্রত্যেক দিন গাছ সিঁড়ি থেকে তুলে বারান্দা বা ছাদে নিয়ে গিয়ে রোদে বসানো সম্ভব নয়। তাই যে সব গাছ বাহারি হলেও বেশি ঝাঁকড়া নয়, অল্প আলো-হাওয়ায় মানিয়ে নিতে পারে তেমন কয়েকটি বেছে নিতে পারেন। তালিকায় রাখতে পারেন পোথোস, পিস লিলি, জ়েড প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট।

জায়গা

সিঁড়িতে গাছ লাগাতে হলে কতটা জায়গা লাগছে তা দেখা জরুরি। কারণ, গাছ রাখতে গিয়ে সিঁড়িতে ওঠার সময় হোঁচট খেয়ে পড়লে বিপত্তি বাড়বে। তাই যে গাছ লম্বায় বাড়ে, চওড়া অতটা না সেগুলি বেছে নিতে পারেন। রাখতে পারেন রকমারি সাকুলেন্ট।

টব

গাছ সিঁড়িতে রাখা হবে। ফলে টব কিনতে হবে বুঝেশুনে। কোনও কারণে পায়ে ধাক্কা লাগলে গাছ পড়ে গেলেই টব ভেঙে যাবে। সেরামিকের বদলে তাই প্লাস্টিকের রকমারি টব রাখতে পারেন। ওঠানামার সুবিধার জন্য ছোট টব কিনতে হবে।

স্ট্যান্ড

বিভিন্ন উচ্চতায় গাছ রাখার জন্য বিভিন্ন ধরনের টবের স্ট্যান্ড ব্যবহার করতে পারেন।

দেওয়াল

সিঁড়ির দেওয়ালেও হুক লাগিয়ে তা থাকে ঝুলন্ত গাছ সুদৃশ্য টবে ঝুলিয়ে রাখা যায়। সিঁড়ি চওড়া হলে ধাপ এবং দেওয়াল দু’জায়গাতেই গাছ লাগানো যায়।

মন্তব্য করুন