বাড়ি যেমনই হোক, সামান্য কিছু যত্ন, আদরে সাজালেই অনেকটা পার্থক্য ও সুন্দর হয়ে উঠবে আপনার অন্দরমহল।
সুন্দর, সাজানো বাড়ি। দেখলেই মন ভাল হয়ে যায়। খোলা-মেলা, পরিপাটি করে গুছিয়ে রাখা, চোখেরও আরাম, মনেরও শান্তি। অনেকেই হয়তো বলবেন, তার জন্য খুব সুন্দর বাড়িও লাগবে। না হলে যতই সাজানো হোক, ছবির মত বাড়ি হয়ে উঠবে না। এটা কিন্তু ভুল ধারণা। আসলে আপনি কীভাবে বাড়ি সাজাবেন, সেটা একদিকে যেমন আপনার রুচির পরিচয়, তেমনি আপনার সৌখিনতারও।
আপনি কীভাবে আপনার বাড়িকে সবার কাছে তুলে ধরতে চাইছেন, সেটা গুরুত্বপূর্ণ। তাই বাড়ি যেমনই হোক, সামান্য কিছু যত্ন, আদরে সাজালেই কিন্তু অনেকটা পার্থক্য হবে। তার জন্যও যে বেশ দামি বা বিশেষ কিছু সামগ্রী বা খুব কেতাদুরস্ত কোনও ডেকোরেটিভ পিস প্রয়োজন, তাও নয়। তবে হ্যাঁ, কালার প্যালেটের এক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে। কিন্তু রং এমনই এক জিনিস, যে সখন তখন তো তা পালটে ফেলা সম্ভব নয়।
তাই কিছুটা নিজের মতো করে আর কিছুটা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বাড়ি সাজান। আসল কথা হল, সুন্দর করে থাকাটা অভ্যাসে পরিণত করা। প্রতিদিনের বাকি কাজগুলোর মধ্যে ঘর সাজিয়ে রাখাটাও অ্যাড করুন। তাহলেই দেখবেন, আলাদা করে বাড়ি সাজানোর কথা ভাবতে হবে না।
মন্তব্য করুন