শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

তিন খাবারে ডেকে আনে বিপদ

লাইফস্টাইল ডেস্ক
  ৩০ অক্টোবর ২০২৪, ১৬:১৫
ছবি-সংগৃহীত

আপনার শরীর ভালো রাখতে শরীরচর্চা যেমন জরুরি, তেমনই দরকার খাবারের দিকে নজর দেওয়া। পুষ্টিবিদরা বলছেন, সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাটের সমন্বয় থাকা দরকার। 

ওজন কমাতে চাইলে এর পাশাপাশি প্রয়োজন ক্যালোরি মেপে খাওয়া। সে কারণেই আমাদের উচিত তিনটি খাবার এড়িয়ে চলা। স্বাস্থ্য সচেতনতায় যে তিনটি খাবার আমাদের প্রতিনিয়ত এড়িয়ে চলা দরকার, তা আমাদের অভ্যাসে পরিণত করা উচিত। প্রতিদিনের খাবার থেকে তিন খাবার বদলে ফেললে শরীর বাড়তি পুষ্টি পাবে। 

প্রথমত আমাদের ময়দার খাবার এড়িয়ে চলা উচিত। সকালের খাবারে কেউ খান রুটি, আবার কেউ পছন্দ করেন পাউরুটি। রুটি আর পাউরুটি খাওয়ায় অসুবিধা নেই। সমস্যা হচ্ছে— ময়দার ব্যবহারে। সাদা পাউরুটি ময়দা দিয়ে খাওয়া হয়। আবার রুটিতেও কেউ কেউ আটার সঙ্গে ময়দা মেশান। কারণ সাদা ময়দার মিশ্রণে রুটি দেখতে সাদা হয়, খেতেও ভালো লাগে। কিন্তু ময়দার গ্লাইসেমিক ইনডেক্স বেশি। ফলে সুগারের রোগীদের জন্য তা মোটও ভালো নয়। 

এতে ফাইবার ও ভিটামিন কিছুই থাকে না। ফলে সাদা পাউরুটি শরীরে শুধু কার্বোহাইড্রেটের জোগান দেয়। আলাদা পুষ্টি মেলে না। ময়দার বদলে মাল্টিগ্রেন ব্রাউন ব্রেড খেলে বা ময়দার বদলে জোয়ার-বাজরা, সয়া-আটার রুটির খেলে পুষ্টিগুণ বৃদ্ধি পাবে। ফাইবারও জুড়বে। শুধু রোগা হওয়ার জন্য নয়, শরীর ভালো রাখতেও খাবারে ফাইবার থাকা জরুরি।

দ্বিতীয়ত হচ্ছে ভাত। আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় ভাত থাকে। ভাত কার্বোহাইড্রেটের অন্যতম উৎস। সাদা ভাতে মূলত কার্বোহাইড্রেটই থাকে, ফাইবার নয়। আর মেলে সামান্য ভিটামিন বি। স্বাস্থ্যের কথা ভেবে ভাত খেতে হলে, অনেকে সাদার বদলে ব্রাউন রাইস বেছে নিচ্ছেন। কারণ এতে কিছুটা ফাইবার থাকে। তবে ওজন কমানোর জন্য খেতে হলে ভাতের বদলে কিনোয়া, ওটস কিংবা ডালিয়া রাখতে পারেন। এই খাবারগুলোতে শুধু উচ্চমাত্রায় ফাইবার থাকে না, থাকে একাধিক পুষ্টিগুণও।
তৃতীয়ত হচ্ছে— সাদা চিনি। আপনার শরীরের ওজন বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে সাদা চিনি। চিনির গ্লাইসমিক ইনডেক্স খুবই বেশি। ওজন কমানো হোক বা সুস্থ থাকা— পুষ্টিবিদরা চিনি কম খেতেই বলেন। সুস্থ থাকতে সাদা চিনি বাদ দিতে পারেন। চিনি যত কম খাওয়া যায়, ততই ভালো। চিনির পরিবর্তে সঠিক কিছু খুঁজে পাওয়া কঠিন। তবে ক্যালোরি নিয়ন্ত্রণে কোনো কোনো পদে চিনির পরিবর্তে খেজুরের মতো প্রাকৃতিক মিষ্টিজাতীয় রয়েছে এমন ফল ব্যবহার করতে পারেন। ব্যবহার করা যায় মধুও। তবে তা খাঁটি হতে হবে।

মন্তব্য করুন