গৃহিনী থেকে কর্মব্যস্ত নারী সবার কাছে স্বস্তির পোশাক কুর্তি। সব ঋতুতেই যেমন আরামদায়ক তেমনই ফ্যাশনেবল। তাই কুর্তির এখন কদর সব বয়সিদের কাছে।
কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশন থেকে শুরু করে অফিসেও বেশ চলছে পোশাকটি। কারণ কুর্তিতে মিলছে হালের লেটেস্ট ফ্যাশন ও আরাম দুটোই। এ পণ্য নিয়ে দাপুটে ব্যবসা চলছে পোশাকের অনলাইন বাজারেও।
অনলাইনে কুর্তির ব্যবসা করেন আদ্রিতা। তার মতে, ‘গ্রীষ্ম আসে হালকা, সহজ, ও প্রশান্তির রঙ নিয়ে। তাই এমন কিছু বেছে নেওয়া ভালো যা চোখের জন্য আরামদায়ক। এসব মাথায় রেখেই কুর্তি ডিজাইন করা হয়। গরমের সময় তুলা ও জর্জেট, লং শার্ট এসব চলে ভালো। এমনিতে কুর্তি আমার প্রথম প্রোডাক্ট লাইন। কারণ তরুণীদের দেখছিলাম ট্রেন্ডি ও আরামদায়ক কিছু খুঁজতে।’
কুর্তি কেন পছন্দের শীর্ষে জানতে চাইলে রাজধানীর একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত নারী জানান, ‘শাড়ি পরাটা এখন ঝক্কি। আবার গরমের কারণে ফরমাল পোশাকটাও সবসময় পরা যায় না। আর আজকাল ম্যাচিং করে থ্রিপিস পরতে গেলেও দেখা যায় সময় নষ্ট হয় বেশি। যারা একটু ব্যস্ত থাকে, তাদের জন্য কুর্তিই সেরা। এটা এক কথায় অল-ইন-ওয়ান’।
মন্তব্য করুন