শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ঘরের মধ্যে সবুজের অস্তিত্ব

প্রবাহ বাংলা নিউস
  ১৬ নভেম্বর ২০২২, ১৫:৫০

কনক্রিটের জঙ্গলে ছেয়ে গিয়েছে আমাদের শহরটা। হাইরাইজ এবং ধুলোবালির মাঝে যেন ক্রমশই হারিয়ে গিয়েছে সুবজের অস্তিত্ব। তবে রাস্তাঘাটে সবুজে ছোঁয়া পাওয়া না গেলেও, বাড়িকেই করে তুলতে পারেন সবুজের নয়া ঠিকানা। ইনডোর প্ল্যান্টের মাধ্যমে। পরিচর্যা করতে পারলে, আপনার অন্দরকে সেই বহু কাঙ্ক্ষিত সবুজের পরশ এনে দিতে পারে ইনডোর প্ল্যান্ট। 

অন্দরসাজে একটু বৈচিত্র্য আনতে ঘরে এনে রাখতেই পারেন এই কয়েকটি ইনডোর প্ল্যান্ট। এদের মধ্যে কেউ কেউ বাতাসকে দূষণ মুক্ত করে তুলতে পারে। কারও বৈশিষ্ট্য তার অপরূপ সুন্দর ফুল।

স্নেক প্ল্যান্ট : লম্বা, দীর্ঘ সতেজ পাতাগুলিকে প্রথমবার দেখলে অনেকেই সাপের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাবেন। তাই নাম তার স্নেক প্ল্যান্ট। তবে নাম শুনে ঘাবড়াবেন না, কারণ সানসেভিয়েরিয়া ওরফে স্নেক প্ল্যান্ট আদতে কিন্তু খুবই বাধ্য মেয়ে। এর পরিচর্যা করতে আপনাকে বিশেষ বেগ পেতে হবে না। সুদূর আফ্রিকার জন্ম নেওয়া এই গাছ, দীর্ঘসময় ধরে আলো এবং জল ছাড়া দিব্যি থাকতে পারে! 

শুধু তাই নয়, নাসা ক্লিন এয়ার স্টাডির একটি গবেষণা অনুযায়ী বেনজিন, বা ফরমালডিহাইডের মতো ক্ষতিকারক পদার্থের থেকে বাতাসকে রক্ষা করার জুড়ি নেই এই গাছটির। রোপণ করার সময় খেয়াল রাখতে হবে, যাতে ভাল ড্রেনেজের ব্যবস্থা রয়েছে এমন মাটির আয়োজন করা হয়। খেয়াল রাখতে হবে যাতে সরাসরি সূর্যরশ্মির সংস্পর্শে একে রাখা না হয়।

মন্তব্য করুন