ক্যাকটাস জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট। এগুলো মরুভূমির গাছ হওয়ায় খুব বেশি পানির প্রয়োজন হয় না। বরং ক্যাকটাস বা সাকুলেন্ট ধরনের গাছ অতিরিক্ত পানির কারণে মারা যায়।
ক্যাকটাস ধরনের গাছের যত্নে কিছু টিস অনুসরণ করতে পারেন-
ক্যাকটাস সাধারণত পানি জমিয়ে রাখে। অনেক সময় দেখা যায় উপরের অংশের মাটি শুকনা থাকলেও নিচের অংশের মাটি ভেজা থাকে। এ পরিস্থিতিতে আবার পানি দিলে গাছের শিকড় পচে যায়।
সাধারণত গ্রীষ্ক ও বসন্তকালে মাটি বেশি শুকিয়ে যায়। এ সময় ১০ থেকে ১৪ দিন পর গাছে পানি দিতে পারেন।
শরৎ থেকে শুরু করে শীতের শেষ পর্যন্ত ক্যাকটাস গাছে পানি সুপ্ত অবস্থায় থাকবে। এ সময় গাছে কম পানির প্রয়োজন হয়। সেক্ষেত্রে ৪ থেকে ৬ সপ্তাহ পর পর পানি দিতে পারেন।
ক্যাকটাস গাছে পানি দেওয়ার আগে এর মাটি সম্পূর্ণ শুষ্ক হয়েছে কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। মাটি সম্পূর্ণ শুষ্ক কিনা তা নির্ধারণ করতে একটি আর্দ্রতা মিটার (হাইগ্রোমিটার) বা শুধুমাত্র হাতের আঙ্গুল ব্যবহার করতে পারেন।
সাকুলেন্ট ধরনের গাছ রোদ পছন্দ করে। তাই এগুলো এমন স্থানে রাখুন যেখানে অন্তত কিছুটা সময় সরাসরি রোদ পড়ে।
গাছের রঙ বা পাতার রঙ বদলে গেলে বুঝবেন প্রয়োজনের অতিরিক্ত পানি দিচ্ছেন গাছে।
আঠালো ধরনের মাটিতে ক্যাকটাস বা সাকুলেন্ট রাখবেন না। বালি মেশানো ঝরঝরে মাটিতে এই ধরনের গাছ লাগান।
পোকা আক্রমণ করলে পানিতে নিম অয়েল মিশিয়ে স্প্রে করে দিন।
মন্তব্য করুন