শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

শুষ্ক ত্বকের যত্নে গোলাপ জল

লাইফস্টাইল ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২২, ১৬:২২

প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে গোলাপ জল ব্যবহৃত হয়ে আসছে। সব ধরনের ত্বকের জন্যই উপকারী এই উপাদান। শুষ্ক ত্বকের যত্নে, ত্বককে হাইড্রেট, নরম এবং মসৃণ রাখতে সাহায্য করে গোলাপ জল। ত্বকের যে কোনও ধরনের জ্বালা অথবা লালচে ভাব কমাতেও সাহায্য করে এটি।

ঘরোয়া পদ্ধতিতে গোলাপ জলের ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এর প্রভাবে ত্বকের রুক্ষ-শুষ্কভাব দূর হবে। ত্বক মোলায়েম থাকবে। শুষ্ক ত্বকের যত্নে যেভাবে গোলাপ জলের ফেস প্যাক তৈরি করবেন -

শুধু গোলাপজল : প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন ভাল ভাবে। এর পর গোলাপ জল মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখে ময়েশ্চারাইজার লাগান। দিনে দু'বার এটি করুন।

গ্লিসারিন, লেবু ও গোলাপ জল: ৩ টেবিল চামচ গ্লিসারিন, ৩ টেবিল চামচ গোলাপ জল, ১ চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে বোতলে ভরে নিন। এটি ফ্রিজে রাখুন। এই মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। প্রতি রাতে এটি করুন।

মুলতানি মাটি, দুধ ও গোলাপ জল : ২ টেবিল চামচ মুলতানি মাটির গুঁড়ো, ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। তারপর এই পেস্টটি মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই পেস্ট ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

চন্দন এবং গোলাপ জল : ১ টেবিল চামচ চন্দন পাউডার, আধা চা চামচ নারকেল তেল, আধা চা চামচ আমন্ড অয়েল, ১ চা চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। তারপর এই পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ১-২ বার এই পেস্ট ব্যবহার করলে ভালো ফল পাবেন।

মন্তব্য করুন