বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রবাহ বাংলা নিউজ
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১

চাঁদপুর শহরের বিপণীবাগের রূপসী আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি (২৮)-এর লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর আড়াইটায় হোটেলের ৯ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আদুর ভিটি গ্রামের হাবিব উল্ল্যা সরদারের ছেলে রুবেল হাসান রাফি (২৮)। পরিবারের দাবি, রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করে হোটেল কক্ষে মরদেহ সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে রাখা হয়েছে। জানা যায়, হোটেলের পরিচ্ছন্ন কর্মী হোটেলের ৯ নম্বর কক্ষ পরিষ্কার করতে গিয়ে লাশ দেখতে পায়। পরে হোটেল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানাকে খবর দেয়। খবর পেয়ে দুপুর আড়াইটার সময় পুলিশ হোটেল কক্ষ থেকে রুবেলের লাশ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া, ওসি (তদন্ত) মিন্টু দত্ত, এসআই আওলাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এসআই আওলাদ। পরিবারের সূত্রে জানা যায়, গ্লোব ফার্মাসিটিক্যাল কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে চাকুরি করতো রুবেল । শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) সকালে কোম্পানির মিটিংয়ের উদ্দেশ্যে নোয়াখালী যায়। ঐদিন রাতেই তার বাড়ি ফেরার কথা। কিন্তু রাত আটটার পর পরিবারের কোনো লোকজন তার সাথে আর যোগাযোগ করতে পারিনি। কারণ তার মোবাইল বন্ধ ছিলো। মোবাইলে না পেয়ে শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় তার নিখোঁজ হওয়ার সংবাদটি প্রকাশ পায়। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) বেলা আড়াইটায় চাঁদপুর শহরের বিপণীবাগের রূপসী হোটেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেলের বোন শাহিনূর জানান, শনিবার রাত আটটায় আমার সাথে ভাইয়ের সর্বশেষ কথা হয়। ভাই দশটার মধ্যে বাড়িতে ফিরে আসবে বলেছিলো। আমার সাথে কথা বলার পর ভাইকে রাতে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাই। আর তার খবর পাই না। রোববার জানতে পারি আমার ভাইয়ের লাশ আবাসিক হোটেলে ঝুলানো। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা এই ছেলে কার সাথে হোটেলে উঠেছে বা ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে সবকিছুই তদন্তে বের করতে পারবো বলে আশা রাখছি। রুবেল হাসান রাফির মৃত্যুতে এলাকায় চলছে শোক। সোশ্যাল মিডিয়ায় স্থান পাচ্ছে তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস। অনেকে বলছেন, এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু না। রুবেলকে হত্যা করা হয়েছে কিনা তা তদন্তে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে আসল রহস্য বের করা হোক এবং দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন