বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম জয়নাল আবেদীন গ্রেপ্তার

প্রবাহ বাংলা নিউজ
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪

নাশকতায় জড়িত থাকায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারী থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। এস এম জয়নাল আবেদীন শহরের আদালত পাড়ার বাসিন্দা এবং তিনি মেট্রো বেকারি নামে খাবার তৈরি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী।

মডেল থানার পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। যে কারণে থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল ও সঙ্গীয় ফোর্স তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য রয়েছে। রোববার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

মন্তব্য করুন