বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

কোস্টগার্ডের অভিযানে এক কোটি ৩১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রবাহ বাংলা নিউজ
  ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯

শরীয়তপুরে কারেন্ট জালের গোডাউনে অভিযান চালিয়ে এক কোটি ৩১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (৫ জানুয়ারি ২০২৪) বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা দাসের জংগল বাজারে অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়। পরে রাত সাডে ৯টায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দাসের জংগল বাজারে জালের গোডাউন এবং দোকান তল্লাশি করে আনুমানিক এক কোটি ৩১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, পরে জব্দ করা কারেন্ট জাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য করুন