শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

গান বাংলার চেয়ারম্যান তাপস কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  ০৪ নভেম্বর ২০২৪, ১৯:৩৪
ছবি-সংগৃহীত

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে রিমান্ড শুনানির জন্য ৬ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার তাপসকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে রিমান্ড শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করে এ নির্দেশ দেন বিচারক।

এর আগে, রোববার মধ্যরাতে রাজধানীর ভাটারা থানার প্রগতি সরণি এলাকা থেকে কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় করা মামলায় তাপসকে গ্রেফতার করা হয়েছে। পরে রিমান্ডের জন্য আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন