শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

চাঁদপুরে দীপু মনি-সেলিম মাহমুদসহ ৬২৪ জনের নামে মামলা

প্রবাহ বাংলা নিউজ
  ২১ আগস্ট ২০২৪, ১৪:১৬

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণ ঘটানোর দায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে মামলা করা হয়েছে।  একই মামলায় তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদসহ ২২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন সদর উপজেলার ঢালীরঘাট এলাকার বাসিন্দা নুরুল ইসলাম খান। এর আগে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে শিক্ষার্থী ও জনতা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় তাদের ওপর আকস্মিক হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

ওই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জে. আর ওয়াদুদ টিপু, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সাংসদ ড. সেলিম মাহমুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির, কবির চৌধুরী, ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান ফারভেজ, বালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন নবীরসহ ২২৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন