মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী মোনালিসা হোসেন, ভাই সরফরাজ হোসেন মৃদুলসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান বাদী হয়ে মামলাটি করেন।
বাদীর আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, ১৯৫ জনের নামে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।
বাদী হাসনাত জামান বলেন, আদালতে এজাহার জমা দিয়েছি। বিচারক মামলাটি আমলে নিয়েছেন।
মন্তব্য করুন