ভিডিও স্ট্রিমিংয়ের জনপ্রিয় প্ল্যাটফরম নেটফ্লিক্সে নতুন ফিচার এসেছে। নতুন এ ফিচারের মাধ্যমে গ্রাহকরা নেটফ্লিক্সে থাকা সিনেমা বা ওয়েব সিরিজের মজার সব ক্লিপিংস দেখতে পারবেন। অন্যদিকে শেয়ারও করতে পারবেন। নতুন এ ফিচারটির নাম ফাস্ট লাফ।
একইসঙ্গে এ ফিচারটির সাহায্যে স্ট্যান্ড-আপ স্পেশাল শোয়ের মজার ক্লিপিংসও দেখতে পাবেন গ্রাহকরা। গত মার্চ মাসে এ ফিচারটিকে আমেরিকা, ইউকে, কানাডা আর অস্ট্রেলিয়ার গ্রাহকদের জন্য লঞ্চ করা হয়েছিল। এবার ভারতে এ ফিচারটির টেস্টিং শুরু হয়ে গিয়েছে, যা খুব শিগগিরই লঞ্চ করা হবে।
প্রতিষ্ঠানটি এ ফিচারটিকে কিছু নির্দিষ্ট ব্যবহারকারীকে চালু করতে দিয়েছে টেস্ট করা জন্য। এ ফিচারটি ব্যবহার করার জন্য ইউজারকে নেটফ্লিক্স অ্যাপে গিয়ে ন্যাভিগেশন মেন্যুতে যেতে হবে। এখানে গিয়ে ফাস্ট লাফ নামে একই ট্যাব দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। এরপর স্বয়ংক্রিয়ভাবে এক এক করে ক্লিপিংস প্লে হতে শুরু হয়ে যাবে।
নেটফ্লিক্সের ফাস্ট লাফ ফিচারে ইউজাররা যে ক্লিপিংসগুলো দেখতে পাবেন, সেগুলোয় তারা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং টুইটারে শেয়ার করতে পারবেন। এই ক্লিপিংসগুলো দেখার সময় যদি ইউজার সেই নির্দিষ্ট পুরো সিনেমা বা ওয়েব সিরিজটি দেখতে চান, তাহলে প্লে বাটনে ক্লিক করলেই হবে। সেই সঙ্গে ইউজার যদি ফাস্ট লাফ ক্লিপের সিনেমা বা ওয়েব সিরিজটি পরে দেখবে বলে মনে করেন, তাহলে তারা সেটিকে লিস্টেও যোগ করে নিতে পারবেন।
মন্তব্য করুন