শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

হোয়াটসঅ্যাপ কলে নতুন ফিচারে যা থাকছে 

আইটি ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২২, ১৬:০২

মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটস অ্যাপ চলতি বছর ফোন কলের ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য দারুণ সব ফিচার এনেছে। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের শুরুতেই পিকচার-ইন-পিকচার নামের আরেকটি ফিচার আনতে যাচ্ছে জনপ্রিয় অ্যাপটি। 

এ ফিচারের সুবিধায় কোনো ভিডিও কলে থেকে একই ডিভাইসে অন্যান্য কাজ করতে পারবেন ব্যবহারকারী। সম্প্রতি এক বিবৃতিতে মেটা জানায়, ২০২৩ সালে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনতে যাচ্ছে হোয়াটস অ্যাপ। 

পিকচার-ইন-পিকচার ধরনের এ প্রযুক্তিগত আপডেটের কারণে ব্যবহারকারী যে ডিভাইসে ভিডিও কলে থাকবেন, সেই ডিভাইসে অন্যান্য কাজও করতে পারবেন। বর্তমানে এটি বেটা অর্থাৎ পরীক্ষামূলক ব্যবহারে আছে। এ ছাড়া ২০২২ সালে ফোন কলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে যেসব ফিচার যুক্ত করা হয়, হোয়াটস অ্যাপ সেগুলোর পুনরাবৃত্তিও করে।

মন্তব্য করুন