শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

গুগল কি আসলেই গোপনে আপনার কথা শোনে?

আইটি ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৪, ১৭:৫৩

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। একেক কাজে স্মার্টফোনে একেক ধরনের অ্যাপ ব্যবহার করে থাকি, সেগুলো অনেকক্ষেত্রেই আমাদের ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ন্ত্রণ করে। 

অ্যাপকে পারমিশন দেওয়া থাকলে এই ক্যামেরা বা মাইক্রোফোনের মাধ্যমে অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার একটা সম্ভাবনা থাকে।

গুগল বলছে ফোনে যদি ভয়েস ও অডিও অ্যাক্টিভিটি সেটিংস বন্ধ থাকে তাহলে আপনার কোনো ভয়েস ইনপুট গুগল অ্যাকাউন্টে সেভ হবে না।

গুগল মাঝে মাঝেই ইউজারদের জন্য নানারকম ফিচার্স নিয়ে আসে। ডেটা ও প্রাইভেসি নিয়েও কিছু ফিচার্স আছে গুগলের। এই ধরনের ফিচার্সের সাহায্যে ফোনে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে সহজেই গুগল অডিও সংগ্রহ করে নিতে পারে।

গুগল এটিকে কমান্ড শোনা ও বিপণন ব্যবস্থা আরও ভাল করার চেষ্টা বলে দাবি করেছে, কিন্তু তা সত্ত্বেও এটি একপ্রকার গোপনীয়তা লঙ্ঘন।

এই বিষয় থেকে বাঁচতে হলে অ্যান্ড্রয়েড বা ট্যাবলেটের সেটিংস থেকে গুগল অপশনে যেতে হবে। সেখানে যেতে হবে ডাটা ও প্রাইভেসি বিকল্পে। এরপরে আপনাকে যেতে হবে হিস্ট্রি সেটিংস অপশনে। এর অধীনে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে।

এর মধ্যে আপনি দেখতে পাবেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি অপশনের চেকবক্স। এই চেকবক্সটি আনচেক করে রাখতে হবে।

মন্তব্য করুন