বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

হোয়াটসঅ্যাপের ভিডিওকলে এআর ফিল্টার আনছে মেটা

আইটি ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৪, ২৩:৪৭
ছবি-সংগৃহীত

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে যাচ্ছে মেটা। শুধু তাই নয়, গুগল মিট বা জুমের মতো চটজলদি ভিডিও বা ভয়েস কলের লিংক শেয়ার করার ফিচারও আনতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।

ভিডিও আর ভয়েস কলের লিঙ্ক অন্য ইউজারের সঙ্গে বা কোনো গ্রুপে শেয়ার করার সুবিধা কিন্তু বর্তমানে আছেই হোয়াটসঅ্যাপে। তারপরেও নতুন করে বিষয়টা আপগ্রেড করা হচ্ছে, কারণ এখন যে পদ্ধতির জন্য পেরোতে হয় বেশ কয়েকটা ধাপ।

জানা যাচ্ছে, তার বদলে এই সুবিধা এবার এনে দেওয়া হবে অ্যাটাচমেন্ট বার-এ। তাতে ইউজারের এক দিকে যেমন সুবিধা হবে, অন্য দিকে তেমনই সময়ও বাঁচবে।

সবার প্রথমে যাকে কল করা দরকার, সেই ইউজারের কনট্রাক্টে গিয়ে চ্যাট উইন্ডো ওপেন করতে হবে। গ্রুপ হলে ওপেন করতে হবে তার চ্যাট উইন্ডো। এবার কল আইকনে ক্লিক করতে হবে। নিচে পাওয়া যাবে ক্রিয়েট কল লিঙ্ক। এবার বেছে নিতে হবে কল টাইপ, প্লাস বাটনে ক্লিক করে।

ভিডিও না ভয়েস কল, তা বেছে নেওয়ার পরে নিচে সবুজ কল লিংক এসে যাবে। এবার সেটা অন্য ইউজার বা গ্রুপে শেয়ার করলেই হলো। শুধু মনে রাখতে হবে, যিনি লিংক শেয়ার করলেন আর যিনি কলে আসতে চাইছেন, উভয় পক্ষকেই কথা বলার জন্য জয়েন কল বাটন ট্যাপ করতে হবে, একমাত্র তার পরেই কল কানেক্টেড হবে।

মন্তব্য করুন