শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

আইটি ডেস্ক
  ০৪ মার্চ ২০২৫, ১৭:১০
ছবি-সংগৃহীত

২০০৩ সালে প্রথমবার লঞ্চ হয়েছিল স্কাইপ। তারপর খুব দ্রুতই তা জনপ্রিয় হয়ে ওঠে। তখন ভিডিও কলিং মঞ্চ মানেই স্কাইপ। কিন্তু সেই জনপ্রিয়তা ছিল কয়েক বছর আগ পর্যন্ত। 

একের পর এক মেসেজিং প্ল্যাটফর্ম জায়গা নিয়েছে স্কাইপির। আর তাই মাইক্রোসফট এডজ, ইন্টারনেট এক্সপ্লোরের মতো স্কাইপিও বন্ধ করছে মাইক্রোসফট।

২০১১ সালে এর মালিকানা চলে যায় মাইক্রোসফটের হাতে। মাইক্রোসফটের দাবি ছিল প্রতিদিন ৩ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করেন স্কাইপ। টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে। গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করেছিল স্কাইপকে নিয়ে। স্কাইপ ক্লিপসের মতে নতুন ফিচার এনেছিল। কিন্তু কয়েক বছর থেকে স্কাইপের কদর কমেছে।

তাই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৫ মে থেকে এই স্কাইপ অ্যাপ্লিকেশনে আর কাজ করা যাবে না। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে স্কাইপ জানিয়েছে, 'আমাদের বিনামূল্যের ভোক্তা সংযোগের অফারগুলোকে স্ট্রিমলাইন করার জন্য এবং যাতে আমরা গ্রাহকের চাহিদার সঙ্গে আরও খাপ খাইয়ে নিতে পারি।

২০২৫ সালের মে মাসে আমরা স্কাইপ থেকে অবসর নেব এবং মাইক্রোসফটের টিমসের পক্ষ থেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উপর ফোকাস করবে। একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ঘোষণা করেছে মাইক্রোসফট। সংস্থাটি আরও জোর দিয়ে জানিয়েছে এখন যে যে গ্রাহকরা স্কাইপ ব্যবহার করছেন, তাদের মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত করা হবে। এমনকি তাদের ডেটাও স্থানান্তরিত করে দেওয়া হবে।

মাইক্রোসফট আগামী ৩ মাসের মধ্যে স্কাইপ থেকে টিমসে ধীরে ধীরে রূপান্তর করার পরিকল্পনা করছে। টিমস চালু হওয়ার পর থেকে মাইক্রোসফট সংস্থা এই বদলকে উৎসাহ দিয়ে এসেছে। এবারের ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছিল যে টিমস এবং স্কাইপ উভয় প্ল্যাটফর্মই অনেকগুলি ফিচার্স একইরকম রেখেছে। তবে টিমসে আরও অনেক বেশি পরিষেবা পাবেন গ্রাহকরা।

স্কাইপ থেকে টিমসে এই রূপান্তরকে সহজতর করার জন্য মাইক্রোসফট জানিয়েছে স্কাইপ ব্যবহারকারীরা যে কোনও সাপোর্টেড ডিভাইসে মাইক্রোসফট টিমসে লগ ইন করতে পারবেন। আর সেখানে বর্তমান ক্রিডেনশিয়াল দিয়েই লগ ইন করা যাবে। স্কাইপ ব্যবহারকারীরা টিমসে ওয়ান টু ওয়ান কিংবা গ্রুপ কলিং করতে পারবেন, মেসেজ পাঠানো, ফাইল শেয়ারিং, মিটিং হোস্ট করা, ক্যালেন্ডার পরিচালনা এবং কমিউনিটিতে যোগ দেওয়ার কাজ করতে পারবেন অনায়াসে।

মন্তব্য করুন