যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে একটি ট্রাকের পেছন থেকে ১ লাখ ডিম চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। চুরি হওয়া এই ডিমের বাজারমূল্য ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ টাকা।
দেশটির সম্প্রতি ডিমের দাম আকাশ ছোঁয়ার মাঝেই এমন ঘটনা ঘটল।
শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে পিট অ্যান্ড গেরি’স অর্গানিকসে একটি ট্রাকের পেছন থেকে এ চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে পেনসিলভেনিয়া পুলিশের মুখপাত্র মেগান ফ্রেজার জানান, এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশের ধারণা, দেশটিতে সম্প্রতি ডিমের দাম আকাশচুম্বী হয়ে যাওয়ার কারণেই ধরনের ঘটনা ঘটেছে।
ফ্রেজার বলেন, ‘আমি এর আগে কখনও এভাবে হাজার হাজার ডিম চুরিরি ঘটনা শুনিনি। এটি অবশ্যই একটি ব্যতিক্রমী ঘটনা।’
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনুসন্ধান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এই চুরির রহস্য সমাধানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সূত্র বের করতে চেষ্টা করছে পুলিশ। এছাড়া আশপাশের সিসি ক্যামেরাগুলোর ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।
যত দ্রুত সম্ভব এই ঘটনার রহস্যভেদ করবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেছে পুলিশ।
সম্প্রতি বার্ড ফ্লু মহামারির কারণে দেশটিতে গত বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পূর্বাভাস থেকে জানা গেছে, দেশটিতে চলতি বছর ডিমের দাম আরও ২০ শতাংশ বাড়তে পারে।
মন্তব্য করুন