মেক্সিকো-কানাডা ও চীনের ওপর শুল্কারোপের পর আসন্ন বাণিজ্য যুদ্ধে আমেরিকানদেরও ‘কিছু যন্ত্রণা’ সহ্য করতে হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তারা যদি খেলতে চান, আমার কোনো আপত্তি নেই।
ফ্লোরিডায় তার রিসোর্ট থেকে হোয়াইট হাউসে ফিরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
এরআগে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের বিরুদ্ধে ২৫ শতাংশ ও চীনের বিরুদ্ধে ১০ শতাংশ শুল্কারোপ করে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। এ ঘটনায় ক্ষোভ, দুঃখ ও অনিশ্চয়তার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এতে মেক্সিকো ও কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের অংশীদারত্বে ফাটল ধরার শঙ্কা তৈরি হয়েছে। চীনের সঙ্গেও সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ছাড়া কানাডা অস্তিত্বহীন হয়ে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন—এমনকি যুক্তরাজ্যকেও আমদানি কর দিতে হবে।’
এ সময়ে কানাডার কাছ থেকে পাল্টা পদক্ষেপের প্রশ্ন এলে তিনি তাতে পাত্তা না দিয়ে বলেন, ‘যদি তারা খেলতে চান, আমি কিছু মনে করবো না। তারা যে খেলা খেলতে চান, আমরাও সেটা পারি।’
সোমবার (৩ ফেব্রুয়ারি) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইনবামের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। কিন্তু শুল্কারোপ নিয়ে নিজের অঙ্গীকার পূরণ করতে গিয়ে দ্রুত মূল্যস্ফীতি কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আর রাখতে পারছেন না তিনি।
সামাজিকমাধ্যম পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এতে কী কিছু যন্ত্রণা সইতে হবে? হ্যাঁ, সম্ভবত (এবং সম্ভবত না!)। কিন্তু আমেরিকাকে আবার আমরা মহান করে তুলবো। এবং এটি যথার্থ মূল্য পাবে, যা তাকে দিতে হবে।’
সম্ভাব্য মুদ্রাস্ফীতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘সম্ভবত অল্পসময়ের জন্য আমাদের একটু ব্যথা হবে, কিন্তু জনগণ বিষয়টি বুঝতে পারছে। কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্বের প্রতিটি দেশ যুক্তরাষ্ট্রকে কার্যত ঠকিয়েছে।’
মন্তব্য করুন