ক্যালিফোর্নিয়ার দাবানলের জেরে লস অ্যাঞ্জেলেসের ম্যালিবুতে নিজের বাড়িতেই মারা গেলেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী রোরি ক্যালাম সাইকস। ১৯৯৮ সালে জনপ্রিয় টিভি সিরিজ় কিডি কেপার্স-এর অন্যতম শিশুশিল্পী ছিলেন রোরি। আজ স্থানীয় প্রশাসন জানিয়েছে, দাবানলের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ২৪।
রোরির মৃত্যুর খবর সমাজমাধ্যমে জানিয়েছেন তাঁর মা শেলি সাইকস। শেলি জানান, রোরি জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত। অস্ট্রেলিয়ান এই শিল্পী এখন লোকজনকে উদ্বুদ্ধ করতেন নিজের প্রতিকূলতাকে জয় করার গল্প শুনিয়ে। ম্যালিবুতে একটি বাংলোয় পরিবারের সঙ্গে থাকতেন ৩২ বছরের এই প্রাক্তন অভিনেতা।
এক্স হ্যান্ডলে শেলি বলেছেন, ‘আগুন কাছাকাছি এসে গিয়েছিল। যে ঘরে অসুস্থ রোরি ছিল, তার ছাদে জল ছেটাতে গিয়ে দেখি, জল সরবরাহ বন্ধ। সাহায্য চাইতে স্থানীয় দমকল দফতরেও গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম, আগুন এগিয়ে এসেছে। ধোঁয়ায় ভরে গিয়েছে চারিদিক। আমার ছেলে তখন ধুঁকছে।
রোরি বলল, আমায় ছেড়ে দাও। কোনও মা কি পারে ছেলেকে ছেড়ে যেতে? এদিকে আমার একটা হাত ভাঙা। ওকে একা সরিয়ে আনতেও পারছিলাম না।’ কার্বন মনোক্সাইড শরীরে ঢুকে রোরির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এত ভয়াবহ দাবানল আগে দেখেনি ক্যালিফোর্নিয়া। এখনও পর্যন্ত ৩০ হাজার একর এলাকা পুড়িয়েছে দাবানলের আগুন। প্রাকৃতিক দুর্যোগে এত ক্ষয়ক্ষতির পরিমাণ আমেরিকায় খুব একটা ঘটেনি। লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি ডলার ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফলে চাপে পড়তে পারে বিমা সংস্থাগুলি।
ক্যালিফোর্নিয়ার দাবানলে শুধু হলিউডের নক্ষত্রেরা নন, বিপাকে পড়েছেন প্রবাসী ভারতীয় তারকারাও। অভিনেত্রী প্রীতি জ়িন্টা স্বামী ও পরিবারের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থাকেন। সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি ও তাঁর পরিবার নিরাপদ। তবে তাঁরা খুবই উদ্বিগ্ন। এক্স হ্যান্ডলে প্রীতি লিখেছেন, ‘কখনও ভাবিনি বেঁচে থাকতে এমন দিন দেখতে হবে। লস অ্যাঞ্জেলেস ও তার আশপাশের এলাকা আগুন ঘিরে ফেলেছে।
বন্ধু-বান্ধব ও তাঁদের পরিবার হয় বাড়ি খালি করে অন্যত্র চলে গিয়েছে অথবা দাবানল-সতর্কবার্তার মধ্যে দিন কাটাচ্ছে। ঘোলাটে আকাশ থেকে বরফ পড়ার মতো করে ছাই ছড়িয়ে পড়ছে। কিন্তু এই হাওয়া যদি শান্ত না হয়? ভয় আর অনিশ্চয়তার মধ্যে শিশু ও বয়স্কদের নিয়ে দিন কাটাচ্ছি। চারপাশের ধ্বংসলীলা দেখে মন ভেঙে যাচ্ছে। ঈশ্বরের দয়ায় এখনও পর্যন্ত আমরা নিরাপদে আছি।’ দমকল বাহিনীকে তাঁদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রীতি।
প্রাণ ও সম্পত্তি বাঁচানোর জন্য কয়েক দিন আগে দমকল কর্মীদের প্রশংসা করেন ক্যালিফোর্নিয়াবাসী আর এক ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁদের নিরলস পরিশ্রমের কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা সমাজমাধ্যমে লেখেন, ‘তাঁদের সাহসকে কুর্নিশ জানাই। দিন-রাত এক করে আক্রান্তদের সাহায্য করার জন্য ধন্যবাদ।’
সম্প্রতি নিজের দলের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন অভিনেত্রী নোরা ফতেহি। কিন্তু দাবানলের জেরে তড়িঘড়ি ঘর খালি করে ফিরে আসতে হয়েছে তাঁকেও। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে নোরা বলেছেন, ‘বন্ধুরা, লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ আগুন জ্বলছে। এমন কিছু আগে কখনও দেখিনি। দ্রুত বাড়ি খালি করার সতর্কবার্তা পেয়েিলাম। পাঁচ মিনিটের মধ্যে সব গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি।’
দাবানল প্রাকৃতিক দুর্ঘটনা হলেও বিজ্ঞানীদের মতে, পরিবেশের যে বদল ঘটছে তার প্রভাব পড়ছে জলবায়ুতেও। বদলে যাচ্ছে আগুনের গতিপ্রকৃতি।
মন্তব্য করুন