রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রোহিঙ্গাদের প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬
ছবি-সংগৃহীত

মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে সহায়তা করা তাদের একটি অগ্রাধিকার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ওয়াশিংটনে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা এই সংঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন।’

আরাকান আর্মি রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে উল্লেখ করে একজন সাংবাদিক রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও ভবিষ্যত কীভাবে মূল্যায়ন করছে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

মিলার বলেন, মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণ ও সরকার উদারতা দেখিয়েছে।

তিনি বলেন, 'রোহিঙ্গা এবং বার্মা (মিয়ানমার) থেকে আশ্রয় নেওয়া অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় আমরা বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব।’

বাংলাদেশ এখন কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে।

মন্তব্য করুন