বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বোয়িংয়ের

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৪, ১৩:৪১

প্রফেশনাল অ্যারোস্পেস লেবার ইউনিয়নের ৪০০-এর বেশি সদস্যকে ছাঁটাইয়ের নোটিশ পাঠিয়েছে বোয়িং। অক্টোবরে বোয়িং ঘোষণা দিয়েছিল, আগামীতে ১০ শতাংশ এবং প্রায় ১৭ হাজার কর্মী চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে কোম্পানিটি।

সিয়াটল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে সোসাইটি অব প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ ইন অ্যারোস্পেস বা এসপিইইএ'র সদস্যদের কাছে গোলাপি স্লিপগুলো পাঠানো হয়। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত শ্রমিকরা বেতনভুক্ত থাকবেন।

সিইও কেলি অর্টবার্গ কর্মীদের বলেন, ‘আমাদের আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য কর্মী স্তরগুলো পুনরায় সাজাতে হবে।’

এসপিইইএ ইউনিয়ন জানিয়েছে, ৪৩৮ জন সদস্যকে ছাঁটাই করা হয়েছে। ইউনিয়নের স্থানীয় শাখায় ১৭ হাজার বোয়িং কর্মী রয়েছেন। তাদের অধিকাংশই ওয়াশিংটন রাজ্যে অবস্থান করছেন। তবে কিছু কর্মী ওরেগন, ক্যালিফোর্নিয়া ও উটাহতে অবস্থান করছেন।

৪৩৮ জন কর্মীর মধ্যে ২১৮ জন এসপিইইএর পেশাদার ইউনিটের সদস্য। এর মধ্যে প্রকৌশলী ও বিজ্ঞানীরা রয়েছেন। বাকিরা কারিগরি ইউনিটের সদস্য। এর মধ্যে বিশ্লেষক, পরিকল্পনাবিদ, প্রযুক্তিবিদ ও দক্ষ ব্যবসায়ী রয়েছেন।

যোগ্য কর্মীরা ক্যারিয়ার ট্রানজিশন সেবাসমূহ এবং তিন মাস পর্যন্ত ভর্তুকিসহ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। কর্মীরা সেভারেন্স প্যাকেজ হিসেবে প্রতি বছরের পরিষেবার জন্য প্রায় এক সপ্তাহের বেতন পাবেন।

বোয়িংয়ের ইউনিয়নভুক্ত মেশিনিস্টরা ধর্মঘটের পরে এই মাসের শুরুতে কাজে ফিরতে শুরু করেছিলেন। এই ধর্মঘট বোয়িংয়ের আর্থিক অবস্থার উপর চাপ সৃষ্টি করে।

ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত বোয়িং আর্থিক ও নিয়ন্ত্রক সমস্যার মধ্যে রয়েছে। উৎপাদন হার অত্যন্ত ধীর হয়ে গেছে এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ৭৩৭ ম্যাক্সের উৎপাদন প্রতি মাসে ৩৮টি বিমান পর্যন্ত সীমাবদ্ধ করেছে। এটি এখনও পূর্ণ করতে পারেনি বোয়িং।

মন্তব্য করুন