বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নির্বাচনে জিতলে ওভারটাইমে কর বাদ দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২
ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ৫ নভেম্বরের নির্বাচনে নির্বাচিত হলে একটি বৃহত্তর ট্যাক্স কাট প্যাকেজের অংশ হিসাবে ওভারটাইম বেতনের সব কর উঠিয়ে দেবেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অ্যারিজোনার টাকসনে একটি প্রচার সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ট্রাম্প বলেন, আমাদের অতিরিক্ত ট্যাক্স কমানোর অংশ হিসাবে, আমরা ওভারটাইমের ওপর সব কর উঠিয়ে দেব। আপনার ওভারটাইমের বেতন করমুক্ত থাকবে।

আগামী নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাটিকসের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মুখোমুখি হচ্ছেন। এর আগে তিনি বলেছিলেন, তিনি পরিষেবা কর্মীদের সহায়তা করার জন্য টিপসের কর অবসান ঘটাতে আইন চাইবেন। এবিষয়ে কমলাও একই অঙ্গীকার করেছেন।

ট্রাম্প বলেন, শ্রমিকরাও মানুষ, তারা সত্যিই কাজ করে। এছাড়া পুলিশ অফিসার, নার্স, কারখানার শ্রমিক, নির্মাণ শ্রমিক, ট্রাক ড্রাইভার এবং মেশিন অপারেটরদেরও ওভারটাইম কর উঠিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা বলব যে আপনি যদি একজন ওভারটাইম কর্মী হন এবং যখন আপনি সপ্তাহে ৪০ ঘণ্টা অতিবাহিত করেন তবে আপনার ওভারটাইম করমুক্ত হবে।

এর আগে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রথম মুখোমুখি নির্বাচনি বিতর্কে জয় লাভ করেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। কমলার নৈপুণ্যে স্পষ্টতই সন্তুষ্ট তার নির্বাচনি প্রচারশিবির। এখন তারা ট্রাম্পের সঙ্গে কমলার দ্বিতীয় বিতর্ক আয়োজনের আহ্বানও জানিয়েছেন। তবে এ আহ্বানে সাড়া দিতে আগ্রহী নন ট্রাম্প।

বৃহস্পতিবার বিতর্ক শেষে ট্রাম্প দাবি করেছেন, ‘তিনি বিতর্কে জিতেছেন বলে তার আর বিতর্ক করার দরকার নেই। কমলা হেরেছেন তাই আবারও বিতর্ক চাচ্ছে তার (কমলার) দল।’

এক কথায় দ্বিতীয় বিতর্ক এড়াতে কমলার বিজয়কেও মানতে নারাজ ট্রাম্প।

মন্তব্য করুন