শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দেশে ফিরতে চাওয়া অভিবাসীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ এপ্রিল ২০২৫, ০০:০৪
ছবি-সংগৃহীত

স্বেচ্ছায় যেসব অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে যাবেন তাদের নগদ অর্থ ও একমুখী বিমানের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া স্বেচ্ছায় যারা ফিরে যাবেন তাদের মধ্যে যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন তাদের আবারও বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি।

ফক্স নোটিশিয়ালস গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ট্রাম্পের সাক্ষাৎকার প্রকাশ করে। এতে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় ফেরত পাঠানোর একটি প্রোগ্রামের চালু করার ব্যাপারে তথ্য জানান ট্রাম্প।

তিনি বলেন, “এই প্রোগ্রামের আওতায় আমরা তাদের ভাতা দেব। আমরা তাদের কিছু অর্থ এবং বিমানের একটি টিকিট দেব। এরপর আমরা তাদের সঙ্গে কাজ করব— যদি তারা ভালো হয়— যদি আমরা তাদের ফিরিয়ে আনতে চাই, তাহলে তাদের দ্রুত সময়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে আমরা কাজ করব।”

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগেই তিনি বলেছিলেন, অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোকে প্রাধান্য দেবেন তিনি। তিনি ক্ষমতা নেওয়ার পর অনেক অভিবাসীকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়। বিশেষ করে ভারত ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর অবৈধ অভিবাসীদের হাত-পা শিকলে বেঁধে ফেরত পাঠানোর ঘটনা ঘটে।

এছাড়া কয়েকদিন আগে বেশ কয়েকজন অভিবাসীকে এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠানো হয়। এখন তিনি শক্ত অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়ে বলছেন, যেসব অবৈধ অভিবাসী নিজ দেশে চলে যেতে চায় তাদের আর্থিক সহায়তা করে ফেরত পাঠানো হবে।

মন্তব্য করুন