শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দুর্নীতি

টিউলিপের সাক্ষাৎকার নিলেন কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:৩১
ছবি-সংগৃহীত

যুক্তরাজ্যের দেশটির মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নিজের এবং তার পরিবারের সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার। একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত চুক্তির মাধ্যমে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের চার সদস্য চার বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন- এমন অভিযোগের বিষয়ে বাংলাদেশে অনুসন্ধান চলছে।

টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন- এ বিষয় প্রকাশ হওয়ার পর তাঁকে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা প্রশ্ন করলেন।

দুদক গত সপ্তাহে টিউলিপ সিদ্দিক (৪২), তার মা শেখ রেহানা (৬৯) ও খালা শেখ হাসিনার (৭৭) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। বাংলাদেশের হাইকোর্ট অভিযোগ অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দেন।

টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা ভুয়া কোম্পানি ও মালয়েশিয়ার একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে অভিযোগের (রিট) ওপর শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক অর্থ আত্মসাতে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেছেন, অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির কর্মকর্তারাও এসব অভিযোগকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছেন। তারা বলেছেন, শেখ হাসিনার বিরোধীরা রাজনৈতিক কারণে এসব অভিযোগ এনেছেন।

মন্তব্য করুন