বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

খেরসন শহরে ব্রিটেন ও আমেরিকার গণমাধ্যম নিষিদ্ধ 

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২২, ১১:৩১

আমেরিকা এবং ব্রিটেনের কিছু গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী খেরসন শহরে। এর মধ্যে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এবং ব্রিটেনের স্কাই নিউজ রয়েছে। এ সমস্ত গণমাধ্যম ইউক্রেনের পক্ষে নগ্নভাবে রিপোর্ট করার পরেও ইউক্রেনের সামরিক বাহিনী সেগুলোকে নিষিদ্ধ করল। খবর পার্সটুডে। 

ইউক্রেনের সেনাবাহিনীর অনুমতি ছাড়া খেরসন শহরে প্রবেশ করার জন্য আমেরিকা ও ব্রিটেনের গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ সাংবাদিকদের নাম বলা না হলেও ইউক্রেনের প্রাভদা পত্রিকা জানিয়েছে যে, অন্তত ছয়জন সাংবাদিককে নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে রোববার জানিয়েছেন, সম্প্রতি কিছু গণমাধ্যম কর্মী শহরে স্থিতশীলতা প্রতিষ্ঠার আগেই সেখানে তাদের কর্মকাণ্ড শুরু করে।

জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে সাংবাদিকদের বিদ্যমান নিষেধাজ্ঞা ও সতর্কতা উপেক্ষা করে খেরসন শহরে তৎপর হতে দেখা গেছে। তিনি বলেন, যেসব সাংবাদিক সেনাবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে শহরে তৎপরতা চালিয়েছে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং সেগুলো আর কোনোভাবেই এখন বৈধ নয়। সম্প্রতি রাশিয়া খেরসন শহর থেকে সেনাপ্রত্যাহার করার পর শহরটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনের বাহিনী।

মন্তব্য করুন