বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪২
ছবি-সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) লাজিনহা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই ৩২ থেকে ৩৫ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া, ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি সাও পাওলো থেকে যাত্রা করেছিল এবং এতে ৪৫ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের একটি টায়ার বিস্ফোরিত হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই সময়ে একটি গাড়িও বাসের সঙ্গে ধাক্কা খায়। তবে গাড়ির তিন যাত্রী বেঁচে যান।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা বলেছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি রাজ্য সরকারের ‘পূর্ণ সক্রিয়তা’ নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমরা চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই শোক কাটিয়ে উঠতে মানবিক সহায়তা পায়, বিশেষ করে বড়দিনের ঠিক আগে এই ট্র্যাজেডি সবাইকে মর্মাহত করেছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই মহাসড়কটি ২০২৩ সালে ব্রাজিলের সবচেয়ে প্রাণঘাতী সড়ক ছিল, যেখানে ৫৫৯ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এর আগে, গত সেপ্টেম্বরে কোরিতিবা ক্রোকোডাইলস ফুটবল দলের একটি বাস দুর্ঘটনায় তিনজন নিহত হন। রিও ডি জেনিরোতে একটি খেলায় অংশ নিতে যাওয়ার সময় বাসটি উল্টে যায়, ফলে ওই খেলা বাতিল করা হয়।

মন্তব্য করুন