মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পেরুতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ, বিমানবন্দর বন্ধ ঘোষণা

দেশ টিভি ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২২, ১২:০৩
ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভে ২ জন নিহত হয়েছেন।  ওই বিক্ষোভের জেরে একটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার শত শত মানুষ রাজধানী লিমায় প্রতিবাদ বিক্ষোভ করেন। এ সময় তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কাস্টিলোর মুক্তি এবং তার উত্তরসূরি দিনা বোলোয়ার্তের পদত্যাগের দাবি জানান।

জানা গেছে, সহিংস বিক্ষোভে একজন নিহত হওয়ার পর পেরুর একটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দাহুয়াইলাস বিমানবন্দর থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

পেরুর পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে ৫০ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে ঘিরে রাখে বিক্ষোভকারীরা।

মূলত গত বুধবার দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর অভিশংসনের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

সূত্র: রয়টার্স, ফ্রান্স২৪ ডট কম

মন্তব্য করুন