শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

প্লেন দুর্ঘটনায় কলম্বিয়ায় ৮ আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ নভেম্বর ২০২২, ০৮:৫০

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ছোট আকারের একটি প্লেন দুর্ঘটনায় আট আরোহীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন যাত্রী, দুই জন ক্রু। যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি একটি বাড়ির উপর বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি। 

স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে প্লেনটি উড্ডয়ন করে। এরপর প্লেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। প্লেনটিকে বিমানবন্দরে ফেরত আসতে বলা হলেও তা সম্ভব না হওয়ায় কলম্বিয়ার দ্বিতীয় বৃহৎ শহর মেডিলিনে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এ সময় আকাশে কালো ধোঁয়া দেখা যায়। 

তবে একটি বাড়ির উপর প্লেনটি বিধ্বস্ত হলেও ওই বাড়ির কোনো বাসিন্দার আহত বা নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শহরের মেয়র ডেনিয়েল কুয়েনতিরো টুইটারে জানিয়েছেন, প্লেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের সহযোগিতা করবে। 

আন্দিজ পর্বতবেষ্টিত মেডিলিন শহরটি একটি সরু উপত্যকায় অবস্থিত। 

মন্তব্য করুন