বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তানে ৬ সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কুররাম জেলায় ফ্রন্টিয়ার কর্পসের একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলায় ছয়জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ হামলায় আরও সাতজন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তা সালিম খান জানান, পেশোয়ার থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে বাগমে এ হামলার ঘটনা ঘটে। আহতদের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

সম্প্রতি এই অঞ্চলে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ১৩০ জন মারা গেছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে যে শনিবারের হামলা এই সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়, কারণ উভয় গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি বহাল রয়েছে।

এই ঘটনা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন জটিল হওয়ার মধ্যেই ঘটেছে। গত মাসে, বেলুচিস্তানের কালাত জেলায় একটি সীমান্ত চৌকিতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হামলা সাতজন সৈন্য নিহত এবং ১৫ জন আহত হন। 

বিদেশি অর্থায়নে পরিচালিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জ্বালানি প্রকল্পগুলোর উপর হামলার জন্য পরিচিত। তারা বারবার নিরাপত্তা বাহিনীর ওপর প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে। সম্প্রতি, তারা একটি রেলস্টেশনে বোমা হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে।

জঙ্গি সহিংসতার পুনরুত্থানের কারণে পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে অস্থিতিশীলতা বিরাজ করছে। সাম্প্রদায়িক সহিংসতা ও বিদ্রোহী গোষ্ঠী উভয়ের কারণেই হুমকির সম্মুখীন হয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন