পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। খবর ডনের।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে দক্ষিণ ওয়াজিরিস্তানের লাক্কী মারওয়াত এলাকার বারগাই পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা হাতে তৈরি গ্রেনেড এবং রকেট লঞ্চারসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে থানায় হামলা চালিয়েছে। পুলিশের সঙ্গে ব্যাপক গুলি বিনিময়, ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সন্দেহভাজন সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এই হামলাকে কাপুরুষিত কাজ উল্লেখ করেছেন। তিনি প্রদেশের পুলিশ প্রধানকে দ্রুত হামলার প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী থানায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এখন পর্যন্ত দেশটির কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত বলে পাকিস্তানের পুলিশ সন্দেহ করছে।
মন্তব্য করুন