বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৯

দেশ টিভি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২২, ১৩:০৩

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার ওরাকজি জেলায় এ ঘটনা ঘটে।

খাইবার পাখতুনওয়া পুলিশের উপকমিশনার আদনান ফরিদ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। বাকি ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, সরকারের খনি দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন, খনি থেকে জ্বালানি গ্যাসের নিঃস্বরণই এই বিস্ফোরণের জন্য দায়ী।

পাকিস্তানে যে কয়েকটি কয়লাখনি রয়েছে, সবই খাইবার পাখতুনওয়ায়। কয়লার মজুতের জন্য খাইবার পাখতুনওয়া বেশ পরিচিত। আর এসব খনি এলাকায় দুর্ঘটনাও নিত্য-নৈমিত্তিক ব্যাপার।

মন্তব্য করুন