যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার এক সঙ্গে পাঁচ জন সাংবাদিককে খুন করলো ইসরায়েলি সেনা। বৃহস্পতিবার বিমান হামলায় দক্ষিণ গাজায় ওই পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন বলে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত আঞ্চলিক প্রশাসন জানিয়েছে।
পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই পাঁচ সাংবাদিক একটি গাড়িতে নুসেইরত শরণার্থী শিবিরের অদূরে আল–আওদা হাসপাতালে খবর সংগ্রহে গিয়েছিলেন। তাদের গাড়িতে ‘প্রেস’ লেখা ছিল বড় হরফে। কিন্তু তা সত্ত্বেও ইজ়রায়েলি বোমারু বিমান গাড়িতে হামলা চালায়। নিহতেরা সকলেই প্যালেস্টাইনি।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়া সীমান্ত থেকে হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই সঙ্গে ধারাবাহিক ভাবে ইসরায়েলি ফৌজের নিশানা হচ্ছেন সাংবাদিকেরা। পরবর্তী সময়ে লেবাননেও একই ঘটনা ঘটেছে। রয়টার্স, আল জাজিরা-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীরা ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন।
সাংবাদিকদের অধিকার রক্ষার কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)-এর তরফে সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছিল চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং সংঘাতের পরিস্থিতিতে কর্মরত ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন।
আর তাঁদের মধ্যে ১৮ জনকে খুন করেছে ইজ়রায়েলি সেনা। এঁদের মধ্যে গাজ়ায় নিহত হয়েছেন ১৬ জন। সেই তালিকা দীর্ঘতর হল বছর ঘোরার আগেই।
মন্তব্য করুন