শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৪, ২২:৫২
ছবি-সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম দলটির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ বছর ধরে হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করা নাঈম কাসেমকে মঙ্গলবার নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছে হিজবুল্লাহ।

গত ২৭ সেপ্টেম্বর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর ৮ অক্টোবর টেলিভিশনে ভাষণ দেন নাঈম কাসেম। ওই সময় তিনি জানান, ইসরায়েলের হামলায় তারা কয়েকটি ‘বেদনাদায়ক ধাক্কা’ খেলেও তাদের সামরিক সক্ষমতা অক্ষত রয়েছে।

এছাড়া ওই সময় তিনি জানান লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি দখলদার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছেন। যদি তার এই প্রচেষ্টা সফল হয় তাহলে ভালো। আর নয়ত ইসরায়েলের সঙ্গে তারা যুদ্ধ চালিয়ে যাবেন। ওইদিনই প্রথমবারের মতো গাজায় যুদ্ধবিরতি ছাড়া শুধুমাত্র হিজবুল্লাহ-ইসরায়েলের যুদ্ধবিরতির কথা বলেন তিনি।

নাঈম কাসেমের পরিচয়

১৯৯১ সালে নাঈম কাসেমকে উপপ্রধান হিসেবে নিযুক্ত করেন হিজবুল্লাহর তৎকালীন প্রধান আব্বাস আল-মুসাওয়ি। এর পরের বছর ইসরায়েলের হেলিকপ্টার হামলায় প্রাণ হারান আব্বাস।

তার মৃত্যুর পর হাসান নাসরাল্লাহ হিজবুল্লাহর প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর নাঈম কাসেম উপপ্রধানের দায়িত্ব পালন করতে থাকেন। তিনি গত এক বছর ধরে হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হিসেবেও কাজ করে যাচ্ছেন। বিদেশি সংবাদমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তিনিই কথা বলেন।

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম দলটির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ বছর ধরে হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন করা নাঈম কাসেমকে আজ মঙ্গলবার নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছে হিজবুল্লাহ।

নাঈম কাসেম ১৯৫৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন শিয়াদের আমল আন্দোলনের মাধ্যমে। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর তিনি আমল আন্দোলন থেকে সরে আসেন।

১৯৮২ সালে ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর ইরানের বিপ্লবী গার্ডের সহায়তায় তৈরি হয় হিজবুল্লাহ। যেসব বৈঠকের মাধ্যমে হিজবুল্লাহর জন্ম হয়েছিল সেগুলোতে উপস্থিত ছিলেন নাঈম কাসেম।

১৯৯২ সালে লেবাননে প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেয় হিজবুল্লাহ। ওই সময় থেকেই দলটির নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন নাঈম কাসেম।

তিনি ২০০৫ সালে হিজবুল্লাহর ইতিহাস নিয়ে একটি বই লেখেন। যার মাধ্যমে গোষ্ঠীটির অনেক বিরল ও অজানা তথ্য জানা যায়। নাঈম কাসেম মাথায় সাদা পাগড়ি পরেন। অপরদিকে সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ কারো পাগড়ি পরতেন।

মন্তব্য করুন