বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

আয়াতুল্লাহ খামেনি গুরুতর অসুস্থ, পরবর্তী নেতা কে?

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৪, ২২:২৩
ছবি-সংগৃহীত

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গুরুতর অসুস্থতার খবর পাওয়া গেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গত শনিবার ইরানে ইসরায়েলের বিমান হামলার পরপরই খামেনির অসুস্থতার খবর প্রকাশ্যে আসে।

রোববার (২৭ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট। খামেনির অসুস্থার কারণে তেহরান তার সম্ভাব্য উত্তরসূরির খোঁজে রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

খামেনির মৃত্যুর পর পরবর্তী নেতা কে হবেন, সে বিষয়ে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর মতও নেয়া হবে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস। এর মধ্যেই গতকাল রোববার ইসরায়েলের হামলার জবাব নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন আয়াতুল্লাহ খামেনি। চলতি বছরের মে মাসে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রাণ হারানোর পর খামেনির উত্তরসূরি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়।

মন্তব্য করুন