শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

বায়ুদূষণের শীর্ষে বাগদাদ নগরী

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৪, ০৯:৩৫

বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ নগরী। তবে দূষণমাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২৪তম। শনিবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৩৭মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা বাগদাদ শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ২১৯ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ স্কোর ২০১ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ১৯৮ অর্থাৎ সেখানকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’। এরপর চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। এরপরে রয়েছে কুয়েত সিটি। ষষ্ঠ নম্বরে রয়েছে ভারতের দিল্লি।

রাজধানী ঢাকা রয়েছে ২৪ নম্বরে। এই শহরটির দূষণ স্কোর ৮৮ অর্থাৎ এখাকানকার বাতাস মাঝারি বা ‘ভালো’ মানের।

মন্তব্য করুন