শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

‘আবাসিক আইন’ লঙ্ঘন করলে বের করে দেবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
  ২৬ জুন ২০২৪, ২০:৩১
ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি বা আবাসিক নিয়ম আধুনিকায়ন করা হয়েছে। এর অধীনে যারা নিয়ম লঙ্ঘন করবেন তাদের দেশটি থেকে বের করে দেয়া হবে। ৬টি সুনির্দিষ্ট ক্ষেত্রে এই ব্যবস্থা নেয়া হবে।

গালফ নিউজ বলছে, এই ৬টি খাতের মধ্যে ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটির নির্দেশ কার্যকর হবে। যদি কোনো ব্যক্তির রেসিডেন্সি পারমিট (আরপি) থাকেও তবু তাকে প্রশাসনিকভাবে প্রত্যাবর্তন করাতে পারবে।

এ বিষয়ে যে রেজ্যুলুশন নেয়া হয়েছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে, যদি কোনো বিদেশি বেআইনিভাবে জাহাজে করে আমিরাতে প্রবেশের চেষ্টার জন্য ধরা পড়েন তাহলে তাকে বা তাদের আইনগতভাবে বের করে দেয়া সম্ভব।

এমন আরও বিষয় রাখা হয়েছে তাতে। যদি ওই ব্যক্তির কাছে কোনো এন্ট্রি ভিসা বা আবাসিক অনুমোদন (আরপি) না থাকে, অথবা এই দুই ক্ষেত্রেই যদি মেয়াদ শেষ হয়ে থাকে, যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা নবায়নের উদ্যোগ না নিয়ে থাকেন অথবা যদি এন্ট্রি ভিসা বা আরপি বাতিল হয়ে থাকে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি আমিরাত ত্যাগের উদ্যোগ গ্রহণ করে না থাকেন- তাহলে এসব ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরাত থেকে বের করে দেয়া হবে।

নির্বাহী রেজ্যুলুশনে বলা হয়েছে, দুই রকমভাবে ডিপোর্টেশন বা দেশ থেকে বের করে দেয়া হবে। এক হলো- বিচারিক ব্যবস্থায় এবং দুই হলো- প্রশাসনিক ব্যবস্থায়। যদি বিচার বিভাগ থেকে কোনো বিদেশির বিরুদ্ধে দেশ থেকে বের করে দেয়ার রায় আসে, তাহলে তাকে বের করে দেয়া হবে।

আবার যদি কোনো ব্যক্তির দৃশ্যত জীবিকা নির্বাহের কোনো উপায় নেই এবং যদি নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ মনে করে যে- জনস্বার্থে, জননিরাপত্তা এবং নৈতিকতার কারণে তাকে বের করে দেয়া প্রয়োজন- তাহলে আবাসিক অনুমোদন (আরপি) থাকা সত্ত্বেও একজন বিদেশিকে প্রশাসনিকভাবে সংযুক্ত আরব আমিরাত বের করে দিতে পারবে।

রেজ্যুলুশনে বলা হয়েছে, যদি কোনো পরিবারের সদস্য বা সদস্যদের আইন লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত পাওয়া যায় তাদের ক্ষেত্রেও একই নিয়ম হবে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেনারেল কমান্ড অব দ্য পুলিশের সহযোগিতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ থেকে বের করে দিতে পারবে। এক্ষেত্রে যে বিদেশিকে বের করে দেয়া হবে খরচ বহন করতে হবে তাকে অথবা তার গ্যারান্টার বা নিয়োগকারীকে।

আবার যদি কোনো বিদেশির বিরুদ্ধে রায় হয়ে যায় এবং দেখা যায় সংযুক্ত আরব আমিরাতে তার ‘ইন্টারেস্ট’ আছে এবং তা তরলীকরণ করতে হবে, সেক্ষেত্রে তরলীকরণ করার জন্য একটি নির্দিষ্ট সময় তাকে দেয়া হতে পারে। তবে এ বিষয়ে তাকে গ্রহণযোগ্য গ্যারান্টি দিতে হবে, যেমন এ সময় তিন মাসের বেশি হবে না।

মন্তব্য করুন