শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দুবাইয়ে পাকিস্তানির হাতে দুই ভারতীয় খুন

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৫, ১৫:১২

কর্মসূত্রে দুবাইয়ে গিয়ে প্রাণ হারালেন দুই ভারতীয়। অভিযোগ, দুবাইয়ের একটি বেকারিতে কাজ করার সময় তিন ভারতীয়ের ওপর হামলা চালান এক পাকিস্তানি নাগরিক। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। জখম আরও এক জনের অবস্থাও আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত ১১ এপ্রিল। মৃত এবং আক্রান্ত তিন জনই তেলঙ্গানার বাসিন্দা। পরিবারের অভিযোগ, এক ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে দিতে বেকারিতে প্রবেশ করেন। তাঁর হাতে ছিল তলোয়ার। বেকারিতে প্রবেশ করেই ওই তিন ভারতীয়ের উপর হামলা চালান। হামলাকারী পাকিস্তানের বাসিন্দা।

মৃতদের মধ্যে রয়েছেন তেলঙ্গানার নির্মল জেলার বাসিন্দা অষ্টাপুর প্রেমসাগর (৩৫)। তাঁর কাকা জানিয়েছেন, গত পাঁচ-ছয় বছর ধরে দুবাইয়ে একটি বেকারিতে কাজ করছিলেন তাঁর ভাইপো। বছর দুই আগে গ্রামের বাড়িতে এসেছিলেন। দুবাইয়ে তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন। 

সরকারের কাছে পরিবার আর্জি জানিয়েছে অষ্টাপুরের দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য। সেই সঙ্গে আর্থিক সাহায্যেরও আবেদন করা হয়েছে। এই হামলায় নিহত দ্বিতীয় ব্যক্তি নিজ়ামবাদ জেলার বাসিন্দা শ্রীনিবাস। আহত ব্যক্তি সাগরও তেলঙ্গানার বাসিন্দা। বর্তমানে তিনি দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিশান রেড্ডি শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।

কী কারণে তিন জনের উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হামলার নেপথ্যের কারণ খোঁজা এবং উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিদেশ মন্ত্রকও বিষয়টির উপর নজর রাখছে।

মন্তব্য করুন