শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আইএস নেতা আবদুল্লাহ মাকি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ মার্চ ২০২৫, ২১:১৬
ছবি-সংগৃহীত

ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। শুক্রবার (১৪ মার্চ) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরাকের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরাকের নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেট নেতা আবদুল্লাহ মাকি মুসলেহ আল-রিফাইকে হত্যা করেছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলে ইরাকি বাহিনী গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াই করছে।

এদিকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একটি অস্থায়ী সংবিধানে সই করেছেন। যা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর হবে। বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করার তিন মাস পর অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন সিরিয়ার বিদ্রোহে নেতৃত্ব দেওয়া এই নেতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) নথিতে স্বাক্ষর করার সময় আল-শারা বলেন, তিনি আশা করেন যে এই সংবিধান সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে ও অনাচার, নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

সংবিধানের খসড়া কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক বলেন, অস্থায়ী সংবিধানে আগের সংবিধানের কিছু বিষয় রাখা হয়েছে। যেমন রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে ও আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে।

আল-আওয়াক বলেন, এই নথিতে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। তিনি আরও বলেন, এটি সিরিয়ার নড়বড়ে রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখবে।

মন্তব্য করুন