বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন

দেশ টিভি ডেস্ক
  ১৪ এপ্রিল ২০২৪, ১৮:০৮

এসো হে বৈশাখ, এসো এসো। “নববর্ষ” বাঙালীর বড় 
 আপন এক উৎসব। চাঁদপুর জেলায় বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
  ১৪ এপ্রিল ২০২৪ তারিখ চাঁদপুর জেলায় বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। অত:পর অনুষ্ঠিত  আলোচনা সভা, লোকজ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। 
চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  বশির আহমেদ এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সুদীপ্ত রায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ  রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ বৈশাখী মেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত সংশ্লিষ্ট অংশীজন। 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বৈশাখ মাসের প্রথম দিনটি আমাদের সকল সংকীর্ণতা, কূপমুণ্ডকতা পরিহার করে উদারনৈতিক জীবনব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। পুরোনো সব বিভেদ ভুলে নতুন আলোয় আলোকিত হোক নতুন বছর এ প্রত্যাশা ব্যক্ত করেন।
অত:পর আবহমান বাংলার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে দেশীয় লোকজ ক্রীড়া প্রতিযোগিতা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে পহেলা বৈশাখের এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন