বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

ভারতীয়রা বাংলাদেশের ভিসা নিয়ে হতাশ!

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৯
ছবি-সংগৃহীত

বাংলাদেশে সরকার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের জন্যেও বাংলাদেশের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। আগে যেখানে সহজেই ভিসা পাওয়া যেত, এখন দীর্ঘ লাইন, অপেক্ষা এবং অনিশ্চয়তা নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ভোর ৫টা থেকে লাইনে দাঁড়ালেও অনেকে ভিসার আবেদনও জমা দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

কলকাতার বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন আবেদনকারীরা। কিন্তু সীমিত সংখ্যক ভিসা প্রদানের কারণে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সূত্র মতে, আগে কলকাতা মিশনে প্রতিদিন হাজারের বেশি ভিসা আবেদন জমা পড়লেও বর্তমানে মাত্র ৭০ থেকে ৭৫টি সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হচ্ছে। মাল্টিপল ভিসা বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এই পরিস্থিতির পেছনে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা, সরকার পরিবর্তন, চিন্ময় দাসের গ্রেপ্তার এবং ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনাকে দায়ী করা হচ্ছে। এসব ঘটনার পর ভারতে থাকা বেশ কিছু বাংলাদেশি কূটনীতিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ত্রিপুরায় বাংলাদেশ মিশন বর্তমানে বন্ধ রয়েছে।

এছাড়া দিল্লি, গুয়াহাটি, মুম্বাই, আগরতলা ও কলকাতার মিশন প্রধানদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফলে ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। 

আগামীতে ভিসা প্রদানের সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কোনো কর্মকর্তাই কোনো মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্য করুন