শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মনমোহন সিং না ফেরার দেশে

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৩
ছবি-সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

দিল্লি থেকে পিটিআই জানায়, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস সিংয়ের মৃত্যুর খবর ঘোষণা করে।  রাত ৮টা ৩০ মিনিটের দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় এই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্য খারাপ ছিল।

খবরে বলা হয়, মনমোহন সিংকে রাত ৮টা ৬ মিনিটে এআইআইএমএস হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন।

তিনি স্ত্রী গুরচরণ সিং ও তিন কন্যা রেখে গেছেন।

মন্তব্য করুন