বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ট্রাম্পের জয়ে যা বললেন শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৫

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে খুশি প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের জন্য রিপাবলিকান প্রার্থীকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে বলেছেন, ‘‘ট্রাম্পের অসাধারণ নেতৃত্বগুণের উপর যে আমেরিকাবাসী আস্থাশীল তা আবার প্রমাণিত হল।’’

ঠিক তিন মাস আগে জনবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেছিলেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। বুধবার বিকেলে আমেরিকার ভোটের ফল স্পষ্ট হতেই অভিনন্দনবার্তায় ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা করেন হাসিনা। 

সেই সঙ্গে আশা প্রকাশ করেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন-ঢাকা সম্পর্ক আরও নিবিড় হবে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে লিখেছেন, ‘‘আমি দু’দেশের অংশীদারিকে আরও শক্তিশালী করতে ও সুস্থিত উন্নয়নের স্বার্থে এক সঙ্গে কাজ করতে উন্মুখ।’’

গত ৫ অগস্ট বাংলাদেশে পালাবদলের পরেই হাসিনার দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ আমেরিকার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারকে দুষেছিল। বস্তুত, চলতি বছরের গোড়ায় বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের পর থেকেই ধারাবাহিক ভাবে হাসিনার সমালোচনা করেছিল ওয়াশিংটন। 

কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর তৎকালীন হাসিনা সরকারের ‘দমন-পীড়নের’ বিরুদ্ধেও সরব ছিল ওয়াশিংটন। এ বার প্রেসিডেন্ট ভোটের পাশাপাশি আমেরিকার কংগ্রেসের দুই কক্ষের ভোটেও হেরেছেন ডেমোক্র্যাটরা। তাই কি উচ্ছ্বসিত হাসিনা?

মন্তব্য করুন