বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

২১ বাংলাদেশি ভারতে শ্রমিকের কাজ করতেন

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৪, ১৬:৩৯
ছবি-সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশের পুনে জেলা থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃত বাংলাদেশিরা ৬ মাস থেকে ১০ বছর ধরে সেখানে বসবাস করছিলেন।

বুধবার ভারতের পুলিশের সন্ত্রাসবিরোধী শাখার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, পুনে জেলার একটি গ্রামে অবৈধভাবে বসবাসকারী ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুনের রঞ্জনগাঁও এমআইডিসি এলাকার কারেগাঁওয়ে অভিযান চালিয়েছে পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা। 

এ সময় ১৫ জন পুরুষ, চারজন নারী ও তৃতীয় লিঙ্গের দুইজনকে গ্রেফতার করা হয়। ভুয়া প্যান কার্ড, আধার কার্ড এবং ভুয়া ভোটার আইডি ব্যবহার করে তারা পুনেতে বসবাস করছিলেন।

পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে রঞ্জনগাঁও এমআইডিসি থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারের পর ঐ বাংলাদেশিদের আদালতে তোলা হয়েছে। পরে তাদের মধ্যে দশজনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আদালত।

তিনি বলেন, এই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের কারণ খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতরা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কি না সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। যারা ঐ বাংলাদেশিদের জাল নথি সরবরাহ করেছিলেন তাদেরও খুঁজে বের করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিকদের কেউ কেউ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন। এই বাংলাদেশিরা স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন।

মন্তব্য করুন