শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী

আমাদের কথা বিশ্বাস না হলে বাংলাদেশের প্রতিনিধি এসে দেখতে পারেন

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ আগস্ট ২০২৪, ২৩:৫১
ছবি- সংগৃহীত

ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার ডুম্বুর পানিবিদ্যুৎ প্রকল্পের পানি ছাড়া নিয়ে লুকোচুরির কোনো বিষয় নেই, বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা বৈধপথে গেলে প্রকল্প ঘুরিয়ে দেখানো হবে।

শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী বলেন, ডুম্বুর পানিবিদ্যুৎ প্রকল্পের বাঁধের পানি যখন ৯৪ মিটারের বেশি হয়ে যায়, তখন স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত পানি গেট খুলে বেরিয়ে যায়। আবার ৯৪ মিটারের নিচে পানি নেমে গেলে গেট বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে বাংলাদেশের কিছু মানুষ ভুল বুঝেছেন এবং বিভ্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, ভারতবর্ষ সবসময় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। ভারত সরকার বা ত্রিপুরা সরকারের কোনো চিন্তা-ভাবনা নেই যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করার।  

তিনি আরও বলেন, যদি এমন হতো, তবে ত্রিপুরা থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে, তা বন্ধ করে দেওয়া হতো। কারণ বাংলাদেশের কাছ থেকে ত্রিপুরা বিদ্যুৎ বাবদ বকেয়া পাবে ১৮০ কোটি রুপি। এরপরও নিয়মিতভাবে সেদেশে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে।  

মন্তব্য করুন