বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

অভিবাসন: ইইউর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি স্পেনে

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭
ছবি-সংগৃহীত

২০২৪ সালে স্পেনের জিডিপি বা মোট দেশজ উৎপাদন ৩.২ শতাংশে এ পৌঁছেছে। যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির হার।

এই প্রবৃদ্ধিতে, বিশেষ করে দেশটির অর্থনীতিতে, বিদেশি কর্মীরা অবদান রেখেছে বলে ব্যাখ্যা করেছেন অভিবাসন সংশ্লিষ্টরা।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবৃদ্ধি স্থবির হলেও স্প্যানিশ অর্থনীতি ভালো ফলাফল দেখাচ্ছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএনই) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩.২ শতাংশ। ২০২৩ সালে এটি ছিল ২.৭ শতাংশ। 

এই বৃদ্ধি অভিবাসন ও বিদেশিদের উপস্থিতি নিয়ে নেতিবাচক প্রভাব সম্পর্কে পূর্ব-ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

ধনী দেশগুলোর অর্থনৈতিক জোট ওইসিডির অর্থনীতিবিদ ফিলিপ ক্রেভেল ইউরোপীয় গণমাধ্যম আটলান্টিকোকে ব্যাখ্যা করেন, স্পেনে শক্তিশালী শ্রম অভিবাসন জনসংখ্যাগত দুর্বলতার ক্ষতিপূরণ করেছে। এই বিদেশি শ্রমশক্তি স্পেনের উৎপাদন এবং যোগানে অবদান রাখছে। 

অভিবাসন হল সেই স্তম্ভগুলোর মধ্যে একটি যা আজ স্পেনকে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি পেতে সক্ষম করেছে বলে জানিয়েছে ওইসিডি। 

স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও রেড-এর প্রতিবেদনে বলা হয়েছে, “অভিবাসীদের ধন্যবাদ কারণ তাদের মধ্যে কর্মক্ষম জনসংখ্যার হ্রাস পুষিয়ে নেওয়া হয়েছে। স্পেন এমন একটি দেশ যেখানে অবসর এবং নিম্ন জন্মহারের কারণে সাম্প্রতিক দশকে শ্রমের তীব্র ঘাটতি তৈরি হয়েছে।”

২০২৪ সালের মে মাসে ওইসিডি স্পেনকে ইইউ দেশগুলোর মধ্যে দ্রুততম বর্ধনশীল দেশ হিসেবে মনোনীত করেছে। বিশেষ করে অভিবাসনের জন্য এটি সম্ভব হয়ে বলে উল্লেখ করা হয়েছে। 

আইএনই-এর জরিপ অনুসারে, গত বছর তৈরি হওয়া চার লাখ ৬৮ হাজার কর্মসংস্থানের মধ্যে মাত্র ৫৯ হাজার চাকুরি স্প্যানিশ নাগরিকদের মাধ্যমে পূরণ করা হয়েছে। 

২০২৩ সালে কৃষি শ্রমিকের মধ্যে অর্ধেক চাকরি বিদেশিদের হাতে ছিল। সেইসাথে ৪২ শতাংশ রাজমিস্ত্রি এবং ৬৮ শতাংশ সাধারণ কর্মচারীর চাকরি অভিবাসীদের মাধ্যমে পূরণ করা হয়েছে।

এছাড়া পর্যটন খাতেও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে অভিবাসন। হোটেল শিল্পে প্রতি পাঁচজন ওয়েটারের মধ্যে একজন এবং প্রতি তিনজন রাঁধুনির মধ্যে একজন অভিবাসী ছিলেন বলে সরকারি প্রতিবেদনে উঠে এসেছে।

গত মাসের ২৭ জানুয়ারি দেশটির ক্ষমতাসীন জোট পিএসওই এর সভাপতি ফ্রান্সিনা আরমেঙ্গল ক্যানারি দ্বীপপুঞ্জ নিয়ে আয়োজিত একটি সভায় বলেন, অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও তাই থাকবে। 

যা স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মন্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ। যিনি গত বছরের অক্টোবরে পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, সরকার প্রধান শ্রম সংকটের অভাব মেটাতে স্পেনে অভিবাসনের সুবিধার প্রশংসা করেন এবং অতি ডানদের প্রচারিত ‘ঘৃণা’-এর বক্তব্যকে ভেঙে দেন।

মন্তব্য করুন