বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

সুইডেনের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩
ওরেব্রোতে হামলাটিকে "সুইডিশ ইতিহাসের সবচেয়ে খারাপ গণহত্যা" হিসেবে বর্ণনা করা হয়েছে। ছবি- রয়টার্স।

সুইডেনের ওরেব্রো শহরে প্রাপ্তবয়ষ্কদের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। প্রথমে পাঁচ জন আহত হওয়ার তথ্য জানালেও পরে কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ ঘটনা ঘটে। হামলার শিকার হওয়া স্কুলটির নাম রিসবার্গস্কা। হামলার শিকার শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। যাঁরা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। স্কুলটি এমন এক ক্যাম্পাসে অবস্থিত, যেখানে শিশুদের শিক্ষাব্যবস্থাও চালু রয়েছে।

সুইডেনের মধ্যাঞ্চলে হামলার শিকার হওয়া শিক্ষাকেন্দ্রে পুলিশের অভিযান, ছবি: রয়টার্স
পুলিশ বলছে, স্কুল ক্যাম্পাসে গুলির ঘটনায় ১০ জনের মতো নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ গুলি চালানোর ঘটনার উদ্দেশ্য স্পষ্ট হয়নি।
প্রথমে পুলিশ এই ঘটনাকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র–সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছিল এবং নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে নিষেধ করে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলো খালি করা হয়। সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন বলেন, দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন।
ওরেব্রো শহরের এক মুখপাত্র তখন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, "আমরা চারজন রোগী পেয়েছি, তবে আহতদের অবস্থা সম্পর্কে কিছু বলতে পারছি না। তাদের ওরেব্রো বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি কক্ষে ভর্তি করা হয়েছে।"
স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, গুলি চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন।

মন্তব্য করুন