বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

অবৈধ অভিবাসী ঠেকাতে ফ্রান্সের নতুন পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২

ছোট নৌকায় ব্রিটেন যেতে নিয়মিত উত্তর ফ্রান্সের বিভিন্ন শহরে ভিড় করেন অনিয়মিত অভিবাসীরা। ফরাসি কর্তৃপক্ষ ইংলিশ চ্যানেলে বেআইনি পারাপার ঠেকাতে কালে শহরের বাসগুলোতে প্রথমবারের মতো পুলিশি তল্লাশি ব্যবস্থা চালু করা হয়েছে।

কালে শহরে চলাচল করা বাসগুলোতে সোমবার থেকে অভিবাসীদের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু করেছে স্থানীয় ফরাসি কর্তৃপক্ষ। 

সপ্তাহের শুরুর দিন কালে থেকে উত্তর ফ্রান্সের গ্রাভলিন উপকূলে চলাচল করা বাসগুলোতে পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

গত বছরের নভেম্বরের শেষে উত্তর ফ্রান্স উপকূল সফর করে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো গণপরিবহনে পুলিশ উপস্থিতির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ফ্রান্সের উত্তর উপকূলে পুলিশের উপস্থিতি জোরদার করার ক্ষেত্রে এটি একটি নতুন পদক্ষেপ। 

স্থানীয় দৈনিক লা ভোয়া দ্যু নর্দের প্রতিবেদন অনুযায়ী, সোমবার থেকে কালের দুটি বাস লাইনে পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন। এই বাসগুলো কালের পরিবহন ইউনিয়ন (সিটাক) পরিচালিত। এই নিয়মে একই অঞ্চলে পরিচালিত ৪২৩ নং বাস লাইনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

লা ভোয়া দু নর্দের মতে, স্থানীয় জনপ্রতিনিধিয়া কিছুদিন আগে গণপরিবহণ সংক্রান্ত এক সভায় অভিযোগ করেছিলেন বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অনিয়মিত অভিবাসীদের ব্যাপক উপস্থিতির কারণে বাসগুলোতে উঠতে পারেন না। 

উত্তর ফ্রান্স উপকূলে বসবাসকারী শত শত অনিয়মিত অভিবাসীরা এনজিওগুলো খাদ্য নিতে এবং দোকান থেকে বাজার করতে বিভিন্ন স্থানে পৌঁছাতে বাস সেবাকে একমাত্র উপায় হিসেবে ব্যবহার করেন। 

এছাড়া ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয়ে সমুদ্র থেকে ফিরে আসা অভিবাসীরা শহরে আসতে বাস ব্যবহার করেন। 

কালেসহ এ অঞ্চলে বেশ কয়েক বছর ধরে ফরাসি সরকারের কঠোর নীতির কারণে ইংলিশ চ্যানেল পারাপার দিন দিন কঠিন হয়ে উঠেছে। 

২০২৪ সালের নভেম্বরের শেষে অবৈধ অভিবাসন মোকাবেলায় একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে: পুলিশি শক্তিবৃদ্ধি, মন্ত্রণালয়ে অভিবাসন বিষয়ক একজন বিশেষ প্রতিনিধি নিয়োগ এবং উপকূলে অবৈধ অভিবাসন মোকাবেলায় একজন নতুন প্রতিনিধি নিয়োগ দেওয়া।

২০২৪ সালে ফরাসি উপকূল থেকে বিপজ্জনক চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ৩৬ হাজার ৮১৬ জন অনিয়মিত অভিবাসী। 

ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসন রোধে উদ্যোগী হলেও এটি ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি।

মন্তব্য করুন