বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

সীমান্ত নজরদারিতে মরক্কোকে বড় সহায়তা দিল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৮

অনিয়মিত অভিবাসন ঠেকাতে লড়াইয়ে সহায়তার অংশ হিসেবে মরক্কোকে ২৫ লাখ ইউরো বরাদ্দ করেছে স্পেন সরকার। এই অর্থ নজরদারি এবং পরিবহন সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে মাদ্রিদ।

মরোক্কো কর্তৃপক্ষের পক্ষে যেসব এলাকায় প্রবেশাধিকার কঠিন, বিশেষ করে পাহাড়ি এবং উপকূলীয় অঞ্চলগুলোতে নিরাপত্তা বাহিনীর গতিশীলতা এবং প্রতিক্রিয়াশীলতা উন্নত করতে সক্ষম করা স্পেনের নতুন অর্থ সহায়তার লক্ষ্য।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর মতে, গত ডিসেম্বরে আন্তর্জাতিক সহযোগিতার জন্য নিবেদিত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যান্ড আইবেরো-আমেরিকান ফাউন্ডেশন ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসিজ (এফআইএপিপি) এর মাধ্যমে ২৫ লাখ ইউরোর অর্থ সহায়তা পেয়েছে মরক্কো সরকার। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, স্পেনের রাষ্ট্রপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ সহায়তার অনুমোদন দেওয়া হয়। 

এই সাহায্যের লক্ষ্য হল সীমান্ত নজরদারিতে মরক্কোর সক্ষমতা জোরদার করা, প্রবেশপথগুলিকে আরও ভালভাবে নিয়ন্ত্রণ করা, মানবপাচার নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে লড়াই করা এবং মরক্কো থেকে আসা অভিবাসন প্রবাহ থেকে দক্ষিণ ইউরোপকে রক্ষা করা।

এই অর্থ দিয়ে মরক্কো ১৮৩টি মোটরসাইকেল এবং ৩৩টি গাড়ি কিনবে যাতে রাবাত কর্তৃপক্ষ সেনাবাহিনীর গতিশীলতা এবং প্রতিক্রিয়াশীলতা উন্নত করতে পারে। বিশেষ করে পাহাড়ি এবং উপকূলীয় এলাকা।

চুক্তিতে অফ-রোড যানবাহন, ট্রাক, অ্যাম্বুলেন্স, নৌকা ছাড়াও উন্নত নজরদারি সরঞ্জাম, যেমন থার্মাল ক্যামেরা এবং রাতের নজরদারি সরঞ্জাম সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে। 

পেদ্রো সানচেজের সরকারের পুরো সময়কালে মরক্কোকে মোট এক কোটি ২০ লাখ ইউরো প্রদান করা হবে। 

ইইউর সাথে মরক্কোর হওয়া চুক্তিতে যানবাহনগুলোর সঠিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য রক্ষণাবেক্ষণের জন্য দায়ী কর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

মাদ্রিদের মতে, এই বিনিয়োগের লক্ষ্যঅনিয়মিত অভিবাসনের সাথে সম্পর্কিত দুর্বলতাগুল হ্রাস কর এবং মানবিক করিডোরের মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ এবং নজরদারি ক্ষমতা জোরদার করা।

২০১৯ সাল থেকে, পেদ্রো সানচেজের স্প্যানিশ সরকার অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে মরক্কোকে সমর্থন করার উদ্দেশ্যে কয়েক মিলিয়ন ইউরো দিয়েছে।

একই সাথে, ২০১৩ সাল থেকে ইইউ মরক্কোকে ৩৬০ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ সহায়তা দিয়েছে। যার মধ্যে ২৩৪ মিলিয়ন ইউরো আফ্রিকার জন্য নির্ধারিত ইমার্জেন্সি ট্রাস্ট ফান্ড থেকে এসেছে। 

সাম্প্রতিক বছরগুলোতে ইইউ দেশগুলোর সাথে আফ্রিকান দেশগুলোর সাথে চুক্তির সংখ্যা বৃদ্ধি করেছে। যাতে অভিবাসীরা ইউরোপীয় সীমান্তে পৌঁছানোর আগেই তাদের আগমন বন্ধ করা যায়। 

২০১৬ সালে তুরস্ক পরবর্তী বছরগুলোতে লিবিয়া, টিউনিশিয়া, মৌরিতানিয়া এবং মিশরের সাথে চুক্তি করেছে ইইউ। অভিবাসী প্রবাহ রোধ করার জন্য এসব দেশ ইউরোপীয় তহবিল থেকে উপকৃত হয়েছে।

কিন্তু এনজিও এবং অধিকার সংস্থাগুলো নিয়মিত এই অংশীদারিত্বের ব্যাপক নিন্দা করেছে। 

মন্তব্য করুন